STOP- থেমে যাওয়া নয়, নতুন শুরু
১. একটা ছোট শব্দ, অথচ বিশাল প্রভাব একটা শব্দ—“STOP।”এটাই পারে কাউকে মুহূর্তে থামিয়ে দিতে, ভেঙে দিতে পারে বছরের পর বছর ধরে গড়া স্বপ্ন। একটা STOP, তারপর একটা ফুলস্টপ (.); আর যেন নিভে যায় আলোর রেখা, যেন সবকিছু শেষ হয়ে গেছে। কিন্তু সত্যিই কি শেষ? নাকি এটাই সেই মুহূর্ত, যখন তুমি নতুন করে শ্বাস নাও, নতুন করে পথ খোঁজো? ২. ফুলস্টপ-এর পরেও শুরু হয় নতুন বাক্য আমরা সবাই জীবনের কোনো না কোনো পর্যায়ে “STOP” দেখি। কখনো ব্যর্থতার চিহ্নে, কখনো ক্লান্তি বা বিভ্রান্তির মধ্যে। কখনো কারও এক কথায়, আবার কখনো নিজের মনেই। কিন্তু “STOP” মানে সবসময় শেষ নয়। বরং, এটা হতে পারে

