
১. শুরুটা ছিল উত্তেজনায় ভরা
নতুন একটা আইডিয়া মাথায় এসেছে। রাত জেগে প্ল্যান করছি, নোটবুকে আঁকছি লোগো, নাম ঠিক করছিঃ বন্ধুদের বলছি, “এটাই হবে আমার স্টার্টআপ!”
প্রথম কিছু দিন আগুনের মতো উত্তেজনা। তখন মনে হয়ঃ দুনিয়া বদলে ফেলব, সবার থেকে আলাদা কিছু করব।
কিন্তু ঠিক এখানেই শুরু হয় প্রথম ভুলটা।
২. যেখানে টাকা নয়, সময় ঝরে যায়
ফাউন্ডাররা প্রথমে টাকা হারায় না, তারা হারায় সময়।
একটা “পারফেক্ট” লোগো বানাতে তিন সপ্তাহ চলে যায়, একটা নাম ঠিক করতে দশজনের মতামত নেওয়া হয়, আর একটা ফেসবুক পেজ খোলার আগে দিনরাত ঘাঁটাঘাঁটি চলে রঙ আর ফন্ট নিয়ে। এইসব ছোট ছোট সিদ্ধান্তের ভেতরেই হারিয়ে যায় সেই আগ্রহ, গতি আর ফোকাস।
শেষে একদিন সকালে ঘুম থেকে উঠে মনে হয়ঃ
“আরেকটু সময় পেলে শুরু করতাম।”
কিন্তু সময় তো অপেক্ষা করে না, তাই না?
৩. আমি যেটা শিখেছি
আমিও একসময় ভাবতাম; সঠিক সময়, সঠিক টিম, সঠিক ইনভেস্টমেন্ট না থাকলে শুরু করা যাবে না।
কিন্তু পরে বুঝেছি, অসম্পূর্ণভাবে শুরু করাই আসল শুরু।
প্রথমে তুমি টাকা হারাতে পারো, সেটা ফেরত আসবে।
কিন্তু যে সময় তুমি হারালে,
সেটা আর কোনোদিন ফিরে পাবে না।
৪. STOP নয়, START
যখন তোমার মাথায় নতুন আইডিয়া আসে, ভয় পেও না, দেরি করো না। ছোট করে শুরু করো। একটা ফর্ম খোলো, একটা MVP বানাও, একটা পোস্ট দাও।
Because every day you wait,
you lose not money—but momentum.
Founder Reflection
একজন ফাউন্ডার প্রথমে টাকা হারায় না—সময় হারায়। তাই যেদিন তুমি শুরু করার সাহস দেখাও, সেদিনই তুমি আসলে জেতা শুরু করো।

